মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অস্ত্রসহ ২ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩০, ১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০২১

অস্ত্রসহ ২ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

কিশোর গ্যাং

নারায়গঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয়ন ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে ২৯ আগস্ট ভোরে ফতুল্লা থানাধীন নন্দলালপুর মেডিকেল রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য মাহাবুব রহমান মুন্না (২৫) এবং ইউসুফ আলী ফকির (২৩) কে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র (১টি সুইচ গিয়ার চাকু ও লোহার তৈরি ১টি ছোরা) উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।