শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৬, ৯ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার

নারায়ণগঞ্জের রেলওয়ে কলোনী হতে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। 

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ নুরুল হক (৫৫) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক অনুসন্ধান জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নুরুল হক নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নতুন জিমখানা রেলওয়ে কলোনী এলাকার মৃত কালু বেপারীর ছেলে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।