সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২৬, ৯ সেপ্টেম্বর ২০২২

সোনারগাঁয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

বৃক্ষরোপন কর্মসূচি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মোগরাপাড়া শাখার উদ্যোগে গতকাল বৃহম্পতিবার সোনারগাঁও সরকারী কলেজ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। “বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজম্মের টেকসই বাংলাদেশ”- এ স্লোগান নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এ বৃক্ষরোপন পালন করা হয় বলে জানান মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন শিকদার। বৃক্ষরোপন কর্মসূচি উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন শিকদার, সোনারগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জাামান অপু, সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, আবু তাহের, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, ব্যাংকের সম্মানিত গ্রাহক রুহুল হায়দার প্রমুখ।  

মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুদ্দিন শিকদার জানান, তার ত্বত্তবধানে সোনারগাঁও সরকারী কলেজে, সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজ, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ ,শামসুজ্জেহা স্মৃতি বিদ্যালয়ে ও সম্মানিত গ্রাহক পর্যায়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও বিতরন করা হয়।