মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর ও গজারিয়ায় টিম খোরশেদের ২ দাফন 

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ আগস্ট ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

বন্দর ও গজারিয়ায় টিম খোরশেদের ২ দাফন 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এবং মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় দুই করোনা পজেটিভ মৃতদেহ দাফন করেছে টিম খোরশেদ। এনিয়ে তাদের ২৬২তম করোনা পজেটিভ মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া নিবাসী চেহারা বেগম(৪০) করোনা আক্রান্ত হয়ে নারায়নগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এসময় তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা  হাসপাতাল থেকে মরহুমার মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরাস্তানে এনে গোসল ও জানাযা শেষে দাফনের উদ্দেশ্যে গজারিয়ায় প্রেরণ করেছেন। 

একই দিনে নারায়নগঞ্জের বন্দর থানার মদনপুর নিবাসী আবু বক্কর সিদ্দিক করোনা আক্রান্ত হয়ে নারায়নগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে মরহুমের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে মাসদাইর কবরাস্তানে এনে গোসল ও জানাযা সম্পূর্ণ করে দাফনের জন্য মদনপুরে প্রেরন করেন।

এসময় উপস্থিত ছিলেন হাফেজ শিব্বির, নাজমুল কবীর নাহিদ, রোজিনা আক্তার, মনি বেগম, আনোয়ার হোসেন, মোঃশহীদ ও নাঈম মোল্লা।

নারায়ণগঞ্জ পোস্ট