মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আদর্শ সেবা সংগঠনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসার আয়োজন

প্রকাশিত: ০৬:০২, ২৫ আগস্ট ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

আদর্শ সেবা সংগঠনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসার আয়োজন

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় গোলাকান্দাইল ইউনিয়ন ৩নং ওয়ার্ডে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মাহনা আদর্শ সেবা সংগঠন। সংগঠনটির উদ্যোগে রুপগঞ্জ উপজেলায় ফ্রী চিকিৎসার আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মাহনা দক্ষিন পাড়া এলাকায় সাংগঠনিক কার্যালয়ে এই আয়োজন করা হয়। এসময় ডাঃ আফরোজা আক্তার চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলী ও কার্যকারী সদস্য মাসুদ রানা রঞ্জু, মোস্তাফিজুর রহমান, সিফাত ভুঁইয়া, ইফাজ আহমেদ, রিফাত ভুঁইয়া।

বিগত ৪ বছরের পথ পরিক্রমণ করতে গিয়ে বহু সংকট মোকাবেলা করেছে। সংকটের ভেতর থেকেও প্রতিবছর সংগঠনটি রচনা করেছে বিজয়ের মহাকাব্য। আমরা সংগঠনটি গড়ে তুলেছি সমাজের সকল শ্রেনীর  মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। অসহায়-দারিদ্র মানুষ কে শীতকালে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, গাছের চারা বিতরণ, দরিদ্র পরিবারকে বিবাহ সহায়তা, এই করোনাকালেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো সহ বহু জনকল্যাণ মূলক কাজ করেছে তারা। সমাজের গুণীজনরা আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের মান ও সৌন্দর্য দেখে  প্রশংসা করেছেন। একই সাথে এলাকাবাসী ও সহায়তা করেছেন।

নারায়ণগঞ্জ পোস্ট