শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা ফটো জার্নালিস্টের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৯, ২ সেপ্টেম্বর ২০২১

জেলা ফটো জার্নালিস্টের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সজীব

মেহেদী হাসান সজীব

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির কার্যকরী সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব এবং কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন।

৩১ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু সড়কের আলম কেবিনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কার্যালয়ে জরুরী সাধারণ সভায় শূন্য এই দুই পদে উপস্থিত সকল সম্মতিতে তাদের ঘোষনা করেন সংগঠনের সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি পাপ্পু ভট্টচার্য্য, সহ সাধারণ সম্পাদক কে এইচ মিলন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফ জয়, আমির হোসেন, সংগঠনের সদস্য মোক্তার হোসেন, হাসান উল রাজিব, শহীদ হোসেন, বিশাল আহম্মেদ ও কাইয়ূম খান।

১২ আগষ্ট বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর আহাম্মদ রনি মৃত্যুতে এ পদটি শূন্য হয়ে যায়। কার্যকরী কমিটি পরিপূর্ণ ও সংগঠনকে আরো গতিশীল করতে শূন্য পদে বর্তমান কমিটির কার্যকরী সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীবের নাম প্রস্তাব করেন কার্যকরী সদস্য আরিফ জয় ও তাপস সাহা। এ সময় কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যদের কন্ঠভোটে তিনি নির্বাচিত হন।

অপরদিকে বর্তমান কমিটির কার্যকরি সদস্য মেহেদী হাসান সজীব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তার শূন্য পদে প্রার্থী হন সাধারণ সদস্য মোক্তার হোসেন ও হাসান উল রাজীব। পরে উভয়ে সমঝোতায় কার্যকরী কমিটির সদস্য পদে হাসান উল রাজীব ছেড়ে দিলে নির্বাচিত হন মোক্তার হোসেন।

সভা শেষে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব ও কার্যকরি সদস্য মোক্তার হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কমিটির সকল সদস্যরা।