শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়নগঞ্জে বিজয়ের ৫০ বছরে টিফিনের টাকায় দেশজুড়ে ৫০ হাজার বৃক্ষরোপণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৭, ১৬ ডিসেম্বর ২০২১

নারায়নগঞ্জে বিজয়ের ৫০ বছরে টিফিনের টাকায় দেশজুড়ে ৫০ হাজার বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বীর শহীদদের স্বরণে দেশজুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশের ৩৫০ উপজেলায় একযোগে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হয়। সংগঠনটির সকল সদস্য শিক্ষার্থী। তারা টিফিনের টাকা বাঁচিয়ে বিপুল পরিমাণ এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করে।

এদিন বেলা ১২ টায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নারায়নগঞ্জে এ কর্মসূচী পালিত হয়। শহরের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে সারাদেশে ব্যতিক্রমি এই কর্মসূচি মুঠোফোনে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এসময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমীন, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, সাংবাদিক তারিক চয়ন, সংগঠনের নারায়নগঞ্জ শাখার সভাপকি আশিক রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছের চারা কিনে দেশজুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা প্রাঙ্গন ও শহীদ মিনারের পাশে ৫০ হাজারের বেশি গাছের চারা রোপণ করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্বরনেই এমন আয়োজন। সংগঠনের পক্ষ থেকে ৩৫০ টি উপজেলায় প্রায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

তারা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। সংগঠনটির পক্ষ থেকে গত ১০ বছরে এপর্যন্ত অন্তত সাড়ে ৬ লাখ গাছের চারা রোপণ সম্পন্ন করে।