বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৩, ১০ জুলাই ২০২৪

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন

ফাইল ছবি

গাছ লাগান জীবন বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার ও দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজর সভাপতি ও বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলেজের অধ্যক্ষ সায়মা খানম, ম্যানেজিং কমিটির সদস্য বাবু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, দৈনিক ডান্ডিবার্তার বার্তা সসম্পাদক ও সাংবাদিক কল্যান সমিতির অর্থ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম শিপু, ডালিম হায়দার, দ্বীন ইসলাম দিপু, কাজিম আহমেদ ও স্কুলের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ। এছাড়া বন্দর শিশু নিকেতন ও বন্দর প্রেসক্লাবে বৃক্ষ রোপন করা হয়।

আরো পড়ুন