বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাষাঢ়া বাগে জান্নাতে টিভি কাপ ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ১২ জুলাই ২০২৪

চাষাঢ়া বাগে জান্নাতে টিভি কাপ ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন

শিশু কল্যাণ টিভি কাপ ডিগবল টুর্নামেন্ট-২০২৪

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার শিশু কল্যাণ স্কুল মাঠে  শিশু কল্যাণ টিভি কাপ ডিগবল টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় টুর্নামেন্ট'র উদ্বোধন করেন চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনপাড়া পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বাগে জান্নাত পঞ্চায়েতের সামসুল হক বাচ্চু, আবুল কালাম আজাদ জুয়েল, আনিসুর রহমান, হাসানুর রহমান, রহমত উল্লা লিটন, সাংবাদিক ফারুক রিপন, সাংবাদিক শরীফ সুমন, মুজাহিদুল কবীর রুবেলসহ প্রমুখ।

টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশ নিয়েছে। প্রতি দলে খেলোয়াড় সংখ্যা ৫ জন। অতিরিক্ত খেলোয়াড় ২ জন।

উদ্বোধনী খেলায় টুর্নামেন্ট পরিচালনা ও আয়োজক কমিটির সদস্যরা হলেন- অনিক, সবুজ, রাশেদ, হৃদয় ও মনারুল। ৪০ মিনিটের খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়াবিদ জামাল ভূইয়া। সহকারী রেফারী ছিলেন রিপন ও জহির।

উদ্বোধনী খেলা ব্রাদার্স কিং বনাম সিক্রেট স্কোয়াড অংশ নেয়। উদ্বোধনী খেলা বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

আরো পড়ুন