শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মামুন বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৮, ২৮ আগস্ট ২০২৪

মামুন বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি

ফাইল ছবি

বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান সভাপতির পদ থেকে পদত্যাগ করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। এদিকে বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরী সভায়  সর্বসম্মতিক্রমে কমল খানের পদত্যাগ পত্র গ্রহন করে সভাপতি পদটি শূন্য ঘোষনা করা হয়। বন্দর প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক বন্দর প্রেসক্লাবের সহ- সভাপতি মামুন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

জরুরী সভায় আগামী ১ মাসের মধ্যে সভাপতির পদে উপনির্বাচন দেয়ার সিদ্ধান্ত হয়। বন্দর প্রেসক্লাবের  সহ সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সাধারণ  সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি এম মাসুদ,উপদেষ্টা আতাউর রহমান, মো: কবির হোসেন, সহ সভাপতি মেহেবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,প্রচার সম্পাদক শাহা জামাল,ক্রীড়া সম্পাদক দীন ইসলাম দীপু,দপ্তর সম্পাদক রিপন মিয়া,নির্বাহী সদস্য জি.এম. মজনু, নুরুজ্জামান মোল্লা,নাছিরউদ্দিন, মাহফুজুল আলম জাহিদ, স্থায়ী সদস্য সবুজ মাহমুদ,লতিফ রানা, মামুনুর রহমান,ইকবাল হোসেন,মেহেদী হাসান মুন্না প্রমুখ।