ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মমিন উল্লাহ খাঁনকে আহবায়ক ও ফতুল্লার মোঃ সলিম উল্লাহকে সদস্য সচিব মনোনীত করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান।
৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার নয়াপল্টনে ভিআইপি টাওয়ারে অবস্থিত এ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
এ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বন্দরের মোঃ আজিজুল হক আজিজ, মোঃ শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান শুভ, মোক্তার হোসেন ভূঁইয়া, মোঃ আলমগীর হোসেন, ফতুল্লা বক্তাবলীর মনির হোসেন ও ফতুল্লা পঞ্চবটির মোঃ লিটন মিয়া।
এই আহবায়ক কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ হতে ৩ মাস হবে এবং উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সমিতিতে জমা দিয়ে অনুমোদন নিতে হবে বলে জানা গেছে।