বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হোসিয়ারী এসোসিয়েশনের বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩১, ১৭ অক্টোবর ২০২৪

হোসিয়ারী এসোসিয়েশনের বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বা‌র্ষিক সাধারণ সভা ২০২২ ও ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার (১৭ অ‌ক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের হৃদম প্লাজা কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ আহ‌মেদ স্বপ‌ন এর সভাপতিত্বে বা‌র্ষিক সাধারন সভাটি অনু‌ষ্ঠিত হয়। 

সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন এসো‌সি‌য়েশ‌নের সা‌বেক সভাপ‌তি আলহাজ্ব মোঃ ব‌দিউজ্জামান (বদু)। আরো উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক সভাপ‌তি আলহাজ্ব রমাঃ দুলাল মল্লিক ও সা‌বেক সভাপ‌তি ও বর্তমান প‌রিচালক মোঃ আতাউর রহমান, সা‌বেক প‌রিচালক আব্দুস সবুর খান সেন্টু, সা‌বেক প‌রিচালক মোঃ ম‌নির হো‌সেন খান। 

বার্ষিক সাধারণ সভায় ২০২২ ও ২০২৩ সালের গৃহীত সিদ্ধান্ত সমূহ আলোচনার মাধ্যমে হোসিয়ারী ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করানো হয়।  সভার শুরুতে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লি‌খিত প্রতিবেদন পাঠ করেন। প‌রে হোসিয়ারি ব্যবসায়ীদের সকলের সম্মতিতে এসোসিয়েশনের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক ‌মোস্তফা কামাল এন্ড কোং কে নিয়োগ প্রদান করা হয়। 

 বা‌র্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের  পরিচালক (জেনারেল) বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, মোঃ আবদুল হাই, মোঃ মনির হোসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মোঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, মোঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসোসিয়েট) মো. নাছির শেখ, মোঃ শাহীন হোসেন, নাছিম আহমেদ, মোঃ আতাউর রহমান, মোঃ মিজানুর রহমান সহ হোসিয়ারী এসোসিয়েশনের সকল ব্যবসায়ীরা।