বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের অস্থায়ী কর্মচারীদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২০, ২৩ নভেম্বর ২০২৪

নাসিকের অস্থায়ী কর্মচারীদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

আনন্দ সম্মেলন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ী করনের দাবীতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন কর্মচারীরা।

শনিবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের চুনকা পাঠাগারে আয়োজিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের ব্যনারে আয়োজিত আনন্দ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। 

এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রায় ২৮৯ জন অস্থায়ী কর্মচারী উপস্থিত ছিলেন। 

এসময় আগামীতে কর্মচারীদের চাকরি স্থায়ীকরন এবং যোগদান বা নিয়োগ পত্রসহ বিভিন্ন দাবী আদায়ের জন্য কাজ করবেন বলে কমিটির সদস্যরা সকলকে আশ্বস্ত করেন। 

অনুষ্ঠানে মাওলানা মফিজুল হকের সভাপতিত্বে ও  সুমিত রায়ের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ চক্রবর্তী, সহ সভাপতি ছিলেন হাফিজ কবির, সুমিত রায়,মোঃ লুতফর রহমান মোহন, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান শান্ত, সহ সাধারণ সম্পাদক ছিলেন, নিজ্জল, সাংগঠনিক সম্পাদক আলী সাবাব টিপু, সহ সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, আইন সম্পাদক শহীদুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক আমীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ছিলেন মাসুদ লাল, প্রচার সম্পাদক রমজান আলী শিকদার, সহঃ প্রচার সম্পাদক মাসুম শিকদার।