কম্বল উপহার
আত্ম মানবতার সেবায় এগিয়ে আসলেন তল্লা কিল্লারপুল এলাকার সমাজসেবক খোরশেদ আলম।
শনিবার ৩০ নভেম্বর বাদ ইশা কিল্লারপুল শাহী মসজিদে অবস্থানরত পাগলি'কে কম্বল উপহার দিলেন সমাজসেবক খোরশেদ আলম।
গতকাল বৈরী আবহাওয়া থাকায় হঠাৎ শীতেের আগমন ঘটে। সন্ধ্যার পর ঝিরিঝিরি বৃষ্টিতে আরও তীব্রতা বাড়ায় কষ্ট হচ্ছে ছন্নছাড়া পাগলি তাসলিমা'র। এরই মাঝে মানবতার দিশারী হয়ে ছুটে আসলেন সমাজসেবক খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন মোঃ খোকন, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আলী প্রধান । তাদের দেওয়া একটি কম্বল উপকারপেয়ে পাগলি তাসলিমা'র চোখে কোটি টাকার হাসি।
এসময় খোরশেদ আলম বলেন,ইসলাম শান্তির ধর্ম, মুসলিম'রা যুগে যুগে শান্তির পক্ষে মানবতার সেবক হিসেবে কাজ করেছে । হঠাৎ শীতের আগমনে কোনো প্রস্তুতি ছাড়া আমাদের এই উপহার একটু হলেও আরাম উপলব্ধি হবে।আমরা পরবর্তীতে বড় আকারে শীতের সামগ্রী দিবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার চোখ পত্রিকার নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।