বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা (২০২৫-২৬) কমিটি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা (২০২৫-২৬) নবনির্বাচিত কমিটি ঘোষনা করা হয়েছে। সকল সদস্যদের সম্মতিক্রমে সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি ও সাবেক সভাপতি হাবিবুর রহমানের পক্ষে সভাপতি এনামুল হক সিদ্দিকী ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। ওই সময় উপস্থিত সদস্যরা করতালি মাধ্যমে নবঘোষিত কমিটিতে স্বাগত জানান।
নবাগত কমিটির সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক- মো: শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হাসান-উল-রাজিব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, প্রচার সম্পাদক মোঃ শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক- মাহবুবুর রহমান খোকা, নির্বাহী সদস্য- মাহমুদ হাসান কচি, কামাল হোসেন মিলন ও মোক্তার হোসেন।
মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুর ২টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা কার্র্যালয়ে নির্বাচনী এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা’র সদস্য তাপস সাহা, মাহমুদ হাসান কচি, হাবিবুর রহমান শ্যামল, পাপ্পু ভট্টাচার্য, মেহেদী হাসান সজীব, আরিফ জয়, কাজী আলমাছ, মনিরুল ইসলাম সবুজ, সোহেল রানা, দিনার মাহমুদ।