শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩১, ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প

ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের আয়োজনে বীর শহিদদের স্মরণে নারায়ণগঞ্জে মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। 

সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজক ছিল নারায়ণগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরাম, নারায়ণগঞ্জ আন-নূর সোসাইটি ও ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ।

ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ বাশার ও জেলা সিভিল সার্জন ডা. আ. ফ. ম মুশিউর রহমান।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডেন্টাল, কার্ডিওলজি, নাক, কান ও গলা বিভাগ, চক্ষু, সার্জারি, শিশু, চর্ম ও যৌন রোগ, গাইনি, বক্ষব্যাধি ও অর্থোপেডিক বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. জামাল হোসাইন বলেন, অসহায় বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রায় ১৭টি বিভাগে ৮০ জন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে এই চিকিৎসা সেবার আয়োজন করেছি।

নারায়ণগঞ্জ ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ আলী আশরাফ খান বলেন, আমরা মানুষকে সেবা দিতে চাই। আমরা সে লক্ষ্যে এই চিকিৎসা সেবা কার্যক্রম করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।