শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈমানের কান্দী ব্লাড ডোনার্স সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪

ঈমানের কান্দী ব্লাড ডোনার্স সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ‘রক্তদানের ডাক-মানুষের মধ্যে ছড়িয়ে দিবো, অসহায় রোগীদের মুখে হাসি ফুটাবো।দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ ধন্য তোমার পিতা-মাতা মহৎ তোমার দান। ’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।

সোমবার সকাল ১০টায় , ঈমানের কান্দী ব্লাড ডোনার্স সংগঠনের উদ্যোগে ঈমানকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘রক্তের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। প্রয়োজনের সময় সব রক্তই দুরূহ হয়ে যায়, তাই সবার রক্তের গ্রুপ জানা উচিত। ঈমানের কান্দী ব্লাড ডোনার্স সংগঠনকেধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে যারা অর্থের অভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারে না, তাদের জন্য এই সুবিধা যেন ঈমানের কান্দী ব্লাড ডোনার্স  দেয়,এটাই আমার আহ্বান।

’ কর্মসূচিতে প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।'

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, সোনারগাঁ উপজেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুমন, সনমান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার রেজাউল হক, আবু বক্কর, জাহিদুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহিদুল ইসলাম সুমন, বিএনপির নেতা সোহেল,বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।