পিঠা উৎসব
১৭ - ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ ও শীতের আমেজে পিঠা উৎসব আয়োজিত হয় ভিক্টোরিয়া হাসপাতালের স্টাফদের আবাসিক ভবনে।
শুক্রবার (২৭শে ডিসেম্বর) সন্ধ্যায় পিঠা উৎসবের আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন আবুল ফজল মোঃ মশিউর রহমান।
পৌষের শীতের আমেজে বিজয় দিবস ও ইংরেজি নববর্ষের প্রস্তুতি হিসেবে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেন ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক সরকারি কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিরাজ হোসেন, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিভাগ,সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখা।
উক্ত পিঠা উৎসবে উপস্থিত সবাই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে একে অপরকে পিঠা আপ্যায়ন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাক্তার জাহাঙ্গীর আলম, আরএমও ভিক্টোরিয়া হাসপাতাল জহিরুল ইসলাম, ডাক্তার নাজমুল হোসেন, মোঃ এনামুল হক দিপু, সিনিয়র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখা,মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি,মোঃ মাকসুদুল আলম, সহ-সভাপতি,মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ মাসুম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক,শিল্পী রাণী শীল, মহিলা সম্পাদিকা, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক,মোঃ নুরে আলম রনি