বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূর্বের ন্যায় আর কাউকেই চাঁদাবাজি করতে দিবোনা : এড. আতিকুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৪

পূর্বের ন্যায় আর কাউকেই চাঁদাবাজি করতে দিবোনা : এড. আতিকুর রহমান

সাধারন সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত।

সোমবার ৩০ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এড.আতিকুর রহমান। তিনি বলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের পালিত সন্ত্রাসী সংগঠন শ্রমিকলীগ ছাড়া আর কাউকেই  কাজ করতে দেইনি, আর তারা কি কাজ করেছে আপনারা জানেন। সারাদেশে হত্যা,সন্ত্রাস, চাদাবাজ এবং খুনের রাজত্ব কায়েম করেছে।আপনার দেখেছেন তারা আমাদের কোন ধরনের মিছিল মিটিং করতে দেয়নি। বরং আমাদের কেন্দ্রেীয় নেতাদের বিনা দোষে গ্রেফতার করে নিয়ে গেছে।  এসময় তিনি আরো বলেন পূর্বের ন্যায় আর কাউকেই চাঁদাবাজি দখলদারিত্ব করতে দিবোনা আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। 

দর্জি শ্রমিকদের কল্যাণে পাশে থাকার আহবান জানিয়ে বিশেষ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি এড. আলমগীর হোসাইন, জাতীয় গার্মেন্টস কল্যাণ ফেডারেশন সভাপতি মো শফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দপ্তর সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো আব্দুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সাধারন সম্পাদক মো রিদওয়ানুল আজিম। 

এসময় দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিনং ৬ নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল মজিদ শিকদারের সভাপতিত্বে ও দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারন সম্পাদক ফিরোজ আহমাদ ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দগন।