আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যােগে ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় পাগলা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা ও গুনি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড.মো ফজলুল হক (রুমন রেজা) তিনি বলেন স্বাধীনতা আমাদের প্রেরনা, কোন অসাধু চক্রের কাছে যেন তা বিলিন না হয় সেই দিকে সকলের দৃষ্টি রাখতে হবে।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো শহিদুল্লাহ প্রধান বক্তা হিসাবে বলেন যে দেশে জ্ঞানের কদর বুজেনা সে দেশে জ্ঞানী লোক জম্মায় না।
এসময় গুণীজন সংবর্ধনায় কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের উদ্বোধনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রেীয় কমিটির (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রতন, জাতীয় তরুণ দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার মালেক মাহামুদ, নারায়ণগঞ্জ কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হুমায়ুন কবির, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল ও কলেজের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দুজ্জামান মীর, পাগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা প্রমূখ।
রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোখলেসুর রহমান তোতার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মিজান মোল্লা, শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির ইদ্রিস আলী, এম এ জাহের মোল্লা সহ আরো অনেকে।