হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ
বহুল আলোচিত নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির তালিকা ঘোষনা করা হয়েছে ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) দুপুরে আইটিস্কুল সংলগ্ন হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/২০২৫-এর নির্বাচনী তফসিল মোতাবেক অদ্য ০১/০১/২০২৫ খ্রিঃ তারিখে নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও সমবায় সমিতি বিধিমালা/০৪ এর ৩২ (১) বিধি মোতাবেক নিম্ন বর্ণিত ব্যক্তিগনকে তাদের নামের পার্শ্বে উল্লেখিত পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সমবায় সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা,উপজেলা সমবায় অফিসার ও হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ নির্বাচন কমিটির সভাপতি নাজমুল হক, জেলা সমবায় সমবায় অফিস পরিদর্শক ও হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ নির্বাচন কমিটির সদস্য রোকেয়া সুলতানা,জেলা সমবায় সমবায় অফিসার তাঁত তত্বাবধায়ক ইমন সরকার ও নির্বাচন কমিটির সদস্য হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ।
হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড'র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ হলো- সভাপতি ফাতেম খানম, সহ-সভাপতি আকলিমা, সাধারণ সম্পাদক আয়শা আক্তার আশা,যুগ্ম-সম্পাদক সুমা বেগম, কোষাধ্যক্ষ তাসলিমা,সদস্য ফাতেমা আক্তার পলি,সদস্যজনাব পলি আক্তার,সদস্য শিশির ইসলাম,সদস্য নিলুফা প্রমূখ।
এসময় জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা বলেন সমবায় শক্তি সমবায় মুক্তি। একটি সমিতি পুরো এলাকাটাকে পরিবর্তন করেছে। সমিতির নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ন্যায় ও সততার সাথে থেকে কাজ করার আহবান জানান।