মানববন্ধন
নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে ফুটপাতের ওপর নির্মিত বর্ধিত অংশ অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের চুনকা পাঠাগারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ বলেন, এই পাঠাগারের বর্ধিত অংশের জন্য মানুষের চলাচলে অসুবিধা হয়। বয়স্ক লোকজন কীভাবে এ জায়গা দিয়ে উঠবে বা নামবে। আমরা চাই এই বর্ধিত অংশ অবিলম্বে অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হোক।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের অন্যতম সমস্যা যানজট। নারায়ণগঞ্জের ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ি সরিয়ে এ রাস্তাটাকে বড় করা হোক। পাশাপাশি রাইফেল ক্লাব ভেঙে এ রাস্তাটাকে আরও প্রশস্ত করা হোক। সিরাজোদ্দৌলা সড়ক ও বঙ্গবন্ধু সড়কের সকল অবৈধ দোকান ও স্ট্যান্ড সরিয়ে নেয়া হোক। বাস সন্ট্যান্ডটিও চাষাঢ়ায় নিয়ে যাওয়া হোক। এর ফলে শহরে যানজট কম থাকবে।