
বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা
নারায়ণগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা।
বুধবার (২৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে এনসিসিআই সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোহান, খন্দকার সাইফুল ইসলাম, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হোসেন মোহম্মদ তানিম তৌহিদ, মোঃ মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, আব্দুল্লাহ আল-মামুন ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।