শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধনের দাবী আজাদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫২, ২৬ মার্চ ২০২৫

মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধনের দাবী আজাদের

ফাইল ছবি

বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আজকের এ দিনটি প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য খুবই জরুরি একটি দিন। আমাদের সভাপতি বলেছেন মুক্তিযোদ্ধাদের তালিকার কথা। এটা মনে হয় থানা অফিসারের এ বিষয়টা সঠিকভাবে দেখা উচিত। গত ষোল বছরে এটা উল্টাপাল্টা করা হয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিল না তাদেরও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। তাদের অনেকের বয়সও হয়নি তখন। এই তালিকাটা আপনারা একটু সংশোধন করতে চেষ্টা করবেন বলে আশা করি।

বুধবার (২৬ মার্চ) আড়াইহাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের এ দিনে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বৈরাচারী হাসিনা এই স্বাধীনতাকে, মানুষের গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছিলেন স্বৈরাচারী হাসিনার পতন বাংলার মাটিতেই হবে৷ তারেক রহমানের নেতৃত্বেই এই অভিনব স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান।