মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

|

পৌষ ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হোসিয়ারি সমিতির অফিস উদ্ধার করা হবে : বদু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ১৩ জানুয়ারি ২০২৫

হোসিয়ারি সমিতির অফিস উদ্ধার করা হবে : বদু

বদু প্যানেলের প্রার্থীদের প্রচারণা

বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে প্যানেল প্রধান বদিউজ্জামান বদু বলেছেন, আমাদের নির্বাচিত করা হলে হোসিয়ারি সমিতির অফিস উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে। আমাদের সমিতির অফিস আরেকজনে দখল করবো কেন, এটা হতে দিবো না। ৫ আগষ্ট পর অনেক ব্যবসায়ীরা বিপদ গ্রস্থ হয়েছে। আমাকে অনেকে মালিক ডেকেছে তাদের সমাধান করেছি। এই ছিনতাইকারে উৎপাত বেড়েছে, আজকে মার্কেটে ক্যামেরা থাকলে অনেক ছিনতাইকারীদের চিহিৃত করা সম্ভব হত। কোন ছিনতাইকারী আমাদের স্বজন হতে পারে না। আমাদের ব্যবসায়ী আলম ভাইয়ের মেধাবী ছেলে ইউনিভার্সিটি শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, অনেকে কষ্ট পেয়েছি। আমাকে রাতে যে কেউ প্রয়োজনে বলবেন পূর্বের মত পাশে থাকবো।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে আমাদের প্যানেলের সকলকে নির্বাচিত করেন। এবারো আগে মত আমার প্যানেলের কাউকে বাদ দিবেন দয়া করে। একটাকে বাদ দেয়ার কোন মতামত দয়া করে মনে নিবেন না। পুরো প্যানেলকে জয়যুক্ত করেন আগে পাশে ছিলাম এখনো পাশে থাকবো। আমার ছোট ভাই কবির খান আপনাদের দেওভোগ পোশাক প্রস্তুত কারক মালিক সমিতির ওই এখানে মানে আমিও থাকা। আমাকে আপনারা সব সময় পাশে থাকবে, রাতে ৩টাও ডাকবেন পাশে পাবেন। আপনারা যারা ভোটার আছেন, সকলের এক মত হয়ে ভোট দিবেন পুরো প্যানেলকে।

এ সময় বদু বলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কেউ লেখালেখি করলে হতাশা হবেন না। ওরা আমাদের বিরুদ্ধে পত্রিকা লিখে ঘায়েল করতে চায়, আমরা কেউ যেন বিব্রত না হই।

সোমবার ১৩ জানুয়ারি বেলা ১১টায় নারায়ণগঞ্জ বৃত্তহর দেওভোগ কাটা কাপড় মার্কেটে বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে বদু নেতৃত্বে প্যানেলের প্রার্থীদের প্রচারণা তিনি হোসিয়ারি মালিকদের উদ্দেশ্যে একথা বলেন।

দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বদু প্যানেলে প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো. মাসুদুর রহমান, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো. নাসির শেখ, মো. বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান বলেছেন, আপনারা হোসিয়ারি মালিকরা বদু প্যানেলে ভোট দেয়ার আহবান জানায়।

বদু প্যানেলে প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, আমাদের প্যানেলের ফ্যাসিবাদি কোন প্রার্থী নেই। হোসিয়ারি মালিকদের নিয়ে বদু প্যানেল করেছেন আগামী উন্নয়ন কাঠামো লক্ষ্যে। যারা পত্র-পত্রিকায় অহেতুক লিখিয়েছেন তারা আসল ফ্যাসিবাদি। হোসিয়ারি মালিকরা আপনারা কোন কান কথা শুনবেন না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ফ্যাসিবাদিদের কথায় বিয়ে অনুষ্ঠান হত হোসিয়ারি সমিতির অফিস ব্যবহারে নামে দখল করে রেখেছে।