সংগৃহীত
ঘূর্ণিঝড় মিগজাউম পরবর্তী প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা কেটে গেলেই বাড়বে শীত।
আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকাসহ সব বিভাগে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা বৃহস্পতিবারই কাটতে শুরু করবে। শুক্রবার (০৮ ডিসেম্বর) অধিকাংশ জায়গায় বৃষ্টি কেটে গিয়ে রোদের দেখা মিলবে। তবে আকাশ কিছুটা মেঘলা থাকবে।
তিনি বলেন, বৃষ্টিপাত কেটে গেলেই ধীরে ধীরে বাড়বে শীতের প্রকোপ। মিগজাউমের কারণে শীত একটু দেরিতে আসছে।
সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।