বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমাদের প্রত্যাশা স্মার্ট বাংলাদেশের মত স্মার্ট নারায়ণগঞ্জ ক্লাব : প্রবীর সাহা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৭, ৯ ডিসেম্বর ২০২৩

আমাদের প্রত্যাশা স্মার্ট বাংলাদেশের মত স্মার্ট নারায়ণগঞ্জ ক্লাব : প্রবীর সাহা

ফাইল ছবি

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি প্রবীর সাহা বলেছেন, আমাদের প্রত্যাশা স্মার্ট বাংলাদেশের মত স্মার্ট নারায়ণগঞ্জ ক্লাব। আমরা এগুলো তুলে ধরেছি। একটা সুন্দর বিল্ডিং হবে কমিউনিটি সেন্টারের। আমাদের মেম্বাররা সেটা ব্যাবহার করবে। নারায়ণগঞ্জ ক্লাবের অন্যান্য সুবিধাগুলো বৃদ্ধি পাবে এটাই আমার প্রত্যাশা।

শনিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২০২৪ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা ফ্যামেলি নিয়ে এসেছি। এখানে এসে মনে হচ্ছে ঈদের দিন। এটি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব। এখানে সবসময় উৎসবমুখর পরিবেশে ভোট হয়। আমি এখানে নির্বাচন কমিশন বোর্ডের চেয়ারম্যান ছিলাম। আমরা যে ধারাটি রেখে গিয়েছি সেই ধারাবাহিকতায় সুন্দর একটি নির্বাচন হচ্ছে।