
প্রতীকী ছবি
বাংলার একসময়ের ঐতিহ্য ছিল মসলিন ও জামদানী। কালের বিরর্তনে মসলিন শিল্প হারিয়ে গেলেও এখনও টিকে আছে জামদানি শিল্প। এই শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর জামদানি শিল্পীরা।
ব্রিটিশ আমল থেকেই নারায়ণগঞ্জের এই অঞ্চল প্রসিদ্ধ ছিল জামদানি ও মসলিন কাপড়ের জন্য। দেশ বিদেশ থেকে ব্যাবসায়ীরা নারায়ণগঞ্জে আসতেন এই কাপড়ের জন্য। সে সময় থেকেই বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা ছিল এই কাপড়ের যা বর্তমানেও অব্যাহত আছে।
দীর্ঘ সময় ধরে অবহেলিত পরে থাকলেও এখন সরকারি সহায়তাসহ নানা সুযোগ সুবিধার ফলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই শিল্প। জামদানি শাড়ি তৈরিতে আগ্রহী হচ্ছেন শিল্পীরা।
তারা জানান, বর্তমানে আমাদের তৈরি শাড়িগুলো বিভিন্ন জায়গায় যায়। এমনকি বাইরের বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া, নেপালে জামদানী শাড়ি রপ্তানি করা হয়। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে জামদানি শাড়ি ব্যাপক ভাবে সমাদৃত হচ্ছে। বিশেষ করে আমাদের এ অঞ্চলে তৈরি জামদানির চাহিদাটা একটু বেশি।