শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে পাচঁ বছরে প্রায় ২২কোটি টাকা জরিমানা আদায় পরিবেশ অধিদপ্তরের 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ৫ জুন ২০২৪

না.গঞ্জে পাচঁ বছরে প্রায় ২২কোটি টাকা জরিমানা আদায় পরিবেশ অধিদপ্তরের 

সভা

পরিবেশ রক্ষায় জনবল সংকটে রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর। বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বুধবার (৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই কথা জানান সংস্থাটির সহকারী পরিচালক শেখ মোজাহীদ।

আর এই কারণে জেলার পরিবেশ রক্ষায় কিছুটা ঘাটতি রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সভায় গত ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পরিচালিত অভিযান এবং অভিযানে আদায়কৃত অর্থ ও জব্দকৃত মালের একটি বিবরণী উপস্থাপন করা হয়।

বিবরণী থেকে জানা যায়, ২০১০ সাল থেকে নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করে পরিবেশ অধিদপ্তর। আর গত পাঁচ বছরে ৬৩০টি বিভিন্ন পরিবেশ দূষণকারী কলকারখানা, অবৈধ ইটভাটা, বিভিন্ন পরিবহন, পলিথিন উৎপাদন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সংস্থাটি। আর এসব অভিযানে ২১কোটি ৯০ লাখ ৭হাজার ৩২৩টাকা জরিমানা আদায় করে তারা। এছাড়া, এসকল অভিযানের মধ্যে বেশ কয়েকটি কারখানা সিলগালা, বিভিন্ন কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ মালামাল জব্দ করা হয়।