বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকারের আহ্বানে কর্মসূচি প্রত্যাহার পল্লী বিদ্যুৎ সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ আগস্ট ২০২৪

সরকারের আহ্বানে কর্মসূচি প্রত্যাহার পল্লী বিদ্যুৎ সমিতির

ফাইল ছবি

অন্তর্বতীকালীন সরকারের আহবানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচী প্রত্যাহার করেছে।

এর আগে সারাদেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহকারী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরনসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের ২ দফা দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। 

পরবর্তীতে দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদূর্গত মানুষের কথা বিবেচনা, ছাত্র-জনতার গণঅভ্যূথ্থানে নব গঠিত অন্তর্বতীকালীন সরকারের বৈষম্য মুক্ত দেশ গড়ার প্রত্যায়, ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহবান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি প্রত্যাহার করেন তারা।

এদিকে বাপবিবোর্ডের চেয়ারম্যান আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির রিফর্ম কার্যক্রম ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের দাবী যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করতে  পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।