নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ১৬ জনকে উপদেষ্টা ও ৬০ জন সদস্য নিয়ে এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয় সংগঠনটি। এ কমিটিতে সজীব মিয়াকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শাহীন ভূঁইয়াকে।
সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের এই সংগঠন ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা পালন করে থাকে।