শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নবীনদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে কথাসাহিত্যিক বাপ্পী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

নবীনদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে কথাসাহিত্যিক বাপ্পী

ফাইল ছবি

সাহিত্যের মানুষ লেখক রাফিকুল ইসলাম বাপ্পী। বাংলা সাহিত্যের সাথে তার পথচলা দীর্ঘদিনের। সেই প্রভাতে প্রণয় দিয়ে শুরু। তারপর থেকে লেখক তার পাঠকদের মুগ্ধ করে রেখেছেন তার নিজস্ব লেখন শৈলীতে। লেখক রাফিকুল ইসলাম বাপ্পী মূলত ঔপন্যাসিক। জীবনের গল্প বলা এই লেখক পাঠকদের সাথে সখ্যতা গড়ে তোলেন তার নিজস্ব চিন্তাধারা কিংবা তার স্বতন্ত্র কাল্পনিক চরিত্রগুলোর মাধ্যমে। তার লেখা উপন্যাসসমূহ ব্যাপক সাড়া ফেলেছে পাঠক মহলে। 

কথাসাহিত্যিক রাফিকুল ইসলাম বাপ্পী ছোটো ছোটো কথায় ভীষণ জীবনবোধের কথা তুলে ধরেন তার লেখনীর মাধ্যমে। লেখকের ভাষায়, সৃষ্টিকর্তা কিছু মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু অন্যকে কাঁদানোর জন্য; আবার কিছু মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন চোখের জল মুছে দেবার জন্য। চিন্তক পাঠক মাত্রই এই কথার গভীরতা উপলব্ধি করতে পারবেন। এমন অসংখ্য জীবন বোধের কথা লেখক বলে যান তার গল্পকথায়। 

বাংলা সাহিত্য একটি বয়ে চলা স্রোতময় নদীর মতো। লেখক ইতিমধ্যেই তার নাও ভাসিয়েছেন সেই সাহিত্যের নদীতে। তিনি শুধু একা নন। অসংখ্য পাঠক-পাঠিকা আজ তার নাওয়ের যাত্রী।

তিনি তার অনুভূতিগুলো তুলে ধরেন কথায় কবিতায় আশায় নিরাশায় রাগে অনুরাগে আবেগে যুক্তিতে উক্তিতে গল্পে ছন্দে আনন্দে দুঃখে সুখে অভিমানে আনমনে রঙে ঢঙে।