শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভুয়া ভোটাররা সিজনের ফল : বদু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ভুয়া ভোটাররা সিজনের ফল : বদু

ফাইল ছবি

বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, আপনারা হোসিয়ারি মালিক ভাইয়েরা আমাদের প্যানেলকে বিপুল ভোটে জয়ী করিয়েছেন। নির্বাচনে যেভাবে আমাদের জয়ী করেছে আমি সকল পরিচালক আপনাদের কাছে ঋণী হয়ে পড়েছি। আমাদের সর্বত্র চেষ্টা থাকবে সেই রকম সেবা দেয়া জন্য। আশা করি আপনারা আমাদের কাছে সব রকমের সহযোগিতা পাবেন। প্রকৃতি হোসিয়ারি মালিকদের প্রতি আহবান, আপনারা এগিয়ে আসুন আমাদের সদস্য হোন। সঠিক হোসিয়ারি মালিকরা ভোটার হন তাহলে ৫/৬ হাজার ভোটার পাবো। আমরা কেনো আজকে বাহিরে মানুষদের ভোটার করবো। আর যেন সমিতির বাহিরে লোক ভোটার না হতে পারে সে ব্যবস্থা করবো। ভুয়া ভোটারের সংখ্যা বাদ করতে হবে। ভুয়া ভোটাররা একটা ডিষ্ট্রাব। তারা সিজনের ফল, তারা সিজনে আসে আবার চলে যায়। প্রকৃতি হোসিয়ারি মালিকরা ভোটার হলে আমাদের প্রতি দুই বছর পরপর যেন নির্বাচন দিতে সে জায়গা সহযোগিতা করুণ। আপনারা ভোটের মাধ্যমে আমাদের জয়ী করেছেন, আগামী দিনে আরেকজনদের জয়ী করবেন। আপনাদের ওয়াদা অনুযায়ী দুইটা গেইট দ্রুত সময়ে লাগানো হবে। নয়ামাটি রাস্তাটা ওয়ানওয়ে করে দিবো, সেটা রোজা আগে করে দিবো।

গতকাল রোববার ১৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় ৩৫নং নয়ামাটি রাশু মার্কেটের আয়োজনে নাহিদ প্রোডাক্টসের আব্দুর হাইয়ের সভাপতিত্বে নবনির্বাচিত বাংলাদেশ হোসিয়ারি সমিতির কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় আরও বক্তব্যে রাখেন সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. আব্দুল হাই, মিজানুর রহমান, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মো. মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, মনির হোসেন, সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মো. নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহম্মেদ ও বিল্লাল হোসেন।

এ সময় হোসিয়ারিদের পক্ষে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলী আহামদ, সোহাদ ফ্যাশনের মালিক সেলিম আহম্মদ, মার্ক ফ্যাশনের মালিক হাজী রফিক, বাবা শাহজালাল হোসিয়ারিন মালিক রোমান, বন্ধন হোসিয়ারি মালিক মিলন, জয় প্রোডাক্টসের মালিক শংকর সাহা, রোমান প্রোডাক্টসের মালিক হাজী আহমাদ, মায়ের দোয়া ট্রেডাস মালিক মাহবুব হোসেন, জান্নাত ট্রেডাস মালিক মোহাম্মদ দুলাল ও ফ্যাশন ফেয়ার মালিক আলমাছ প্রমুখ।

বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, মিশনপাড়া হোসিয়ারি সমিতির অফিসটি উদ্ধার করা হবে। একটি চক্র সমিতিকে দখল করে রেখেছে। আমরা দ্রুত সময়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।