শনিবার, ১৫ মার্চ ২০২৫

|

ফাল্গুন ৩০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাহে রমজান 

মোঃ সৈয়দুল ইসলাম 

প্রকাশিত: ০০:২৯, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ০০:৩১, ১৫ মার্চ ২০২৫

মাহে রমজান 

প্রতীকী ছবি

মাহে রমজান

- মোঃ সৈয়দুল ইসলাম

বছর ঘুরে এলো 

মাহে রমজান,

সিয়াম সাধনায় করো

প্রভুর গুণগান।

কোরআন পড়ো সবে

দিনে আর রাতে,

হরফে হরফে নেকী

পাবে সাথে সাথে।

সিয়াম সাধনায়

থাকে মন ভালো,

চেহারায় ফুটে ওঠে 

নূরেরী আলো।

নামাজ দরুদে যদি 

থাকি মশগুল,

জীবনের পাপগুলো

হয়ে যাবে ফুল।

মাহে এই রমজানের

মাহাত্ম্য বুঝে,

মনে প্রাণে নেবো সবে

জান্নাত খুঁজে।