মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঐতিহ্যবাহী বঙ্গসাথী ক্লাবের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫১, ২৯ মার্চ ২০২৫

ঐতিহ্যবাহী বঙ্গসাথী ক্লাবের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ দেওভোগের ঐতিহ্যবাহী বঙ্গসাথী ক্লাব ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ২৯ মার্চ পবিত্র ঈদ উল উল ফিতর উপলক্ষে দুই হাজার একশত জন মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণের করা হয়।

বাদ যোহর পশ্চিম দেওভোগ আলী আহাম্মদ চুনকা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বঙ্গসাথী ক্লাব এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও দুঃস্থদের মাঝে ক্লাব কার্যালয় থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন, দেওভোগ আখড়া বায়তুল শরিফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব ওবায়েদ উল্লাহ, বঙ্গসাথী ক্লাব উপদেষ্টা মোহাম্মদ আলী রেজা রিপন, আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন, আলহাজ্ব আজিজুল ইসলাম তপন, মোঃ শাহজাহান, মোঃ নাজির হোসেন, মোঃ আল- আমীন, বঙ্গসাথী ক্লাব সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ প্রমুখ।