
প্রতীকী ছবি
ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় এমন তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
তিনি জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাংগাইল এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতেপারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকার ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।