বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১০, ১৫ এপ্রিল ২০২৫

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

ফাইল ছবি

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া খোলা তেল লিটার ১৬৯ টাকা ও পাম অয়েলের লিটার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

উপদেষ্টা এ সংক্রান্ত ব্রিফিংয়ে জানান, দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলেও জানান তিনি।