
ফাইল ছবি
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া খোলা তেল লিটার ১৬৯ টাকা ও পাম অয়েলের লিটার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
উপদেষ্টা এ সংক্রান্ত ব্রিফিংয়ে জানান, দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলেও জানান তিনি।