
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজুরি বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে গুরুত্বপূর্ণ ৩টি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
\মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। পরে ১১টা থেকে আড়াইহাজার-গোপালদী, আড়াইহাজার-মানিকপুর, গোপালদী-মাধবদী সড়ক বন্ধ করে দেয়।
সবশেষ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন হাজারো শ্রমিক। এসব সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সকাল থেকে ওই সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে। ওই তিনটি সড়কসহ আশপাশে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রমিকদের অন্যতম দাবিগুলো হলো, মজুরি প্রতি গজে এক টাকা করে বাড়াতে হবে, দুই ঈদে সর্বনিন্ম ৪ হাজার টাকা ভাতা দিতে হবে, কারখানায় কর্মরত কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে তার চিকিৎসার ব্যয়ভার মালিকপক্ষকে নিতে হবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, সড়ক অবরোধ করে সকাল থেকেই বিক্ষোভ করছেন শ্রমিকরা। বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা করছি। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আছেন। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব হবে।