মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশসহ ৩ দেশে থেকে যাত্রী নেবে না এমিরেটস

প্রকাশিত: ২১:১৫, ৪ জুলাই ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

বাংলাদেশসহ ৩ দেশে থেকে যাত্রী নেবে না এমিরেটস

বাংলাদেশসহ তিন দেশে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। এসব দেশ থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত কোনো যাত্রী নেবে না এয়ারলাইন্সটি।

শনিবার (৩ জুলাই) দুবাইভিত্তিক এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

এমিরেটস জানিয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যরা যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন, তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও উল্লেখ করেছে এয়ারলাইন্সটি।

এদিকে, গালফ নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়, এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে তিন দেশের ওপর নিষেধাজ্ঞা দিল তারা।

নারায়ণগঞ্জ পোস্ট