সংগৃহীত
ফতুল্লা প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর ফতুল্লা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত সোমবার সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এই তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনে ১ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ, ২ ডিসেম্বর মনোনয়পত্র সংগ্রহ,৩ডিসেম্বর মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাই,৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার,৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১১ ডিসেম্বর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন, মো: সেলিম মুন্সি, যুগ্ম সম্পাদক রিয়াদ মো: চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: মাসুম,অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক আলামিন প্রধান,কার্যকরি সদস্য এম সামাদ মতিন, রুহুল আমীন প্রধান, আবদুল আলিম লিটন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, সহকারি নির্বাচন কমিশনার দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠু।