বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে থ্রী স্টার মানের রেষ্টুরেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪৫, ১ ডিসেম্বর ২০২১

আপডেট: ০১:১৪, ২৬ ডিসেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জে থ্রী স্টার মানের রেষ্টুরেন্ট

সিদ্ধিরগঞ্জে থ্রী স্টার মানের "স্কাই ফ্লাই" হোটেল এন্ড রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় এ হোটেল এন্ড রেষ্টুরেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। 

এরআাগে সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, সমাজ সেবক মোঃ জালাল উদ্দীন, নাসিকের প্যানেল মেয়র সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী কাউন্সিল মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান পিপিএম ও আওয়ামী লীগ নেতা মোঃ মাহবুব হোসেন । 

এম এ জামানের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন "স্কাই ফ্লাই" হোটেল এন্ড রেষ্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউছুফ খান। 

প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য পদ পদবি দরকার নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে আছি।  আগামীতে থাকবো। যতদিন বেঁচে আছি মানুষের সন্তুষ্টির জন্য কাজ করে যাবো। তিনি বলেন, আপনারা মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।