বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অগ্নিকান্ডে দর্জি দোকান ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৪, ১৮ নভেম্বর ২০২৩

আড়াইহাজারে অগ্নিকান্ডে দর্জি দোকান ভস্মীভূত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার গোপালদী বাজারে আগুন লেগে খোকন টেইলার্স নামে একটি দর্জির দোকান ভস্মীভূত হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই দোকানের মালিক খোকন দাস দাবি করেছেন।
 
গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, রাত প্রায় পৌনে ১২ টার দিকে আড়াইটার দিকে খোকন দাসের টেইলার্সের দোকানের পেছনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন তার দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দল এসে প্রায় ২০ মিটিন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে খোকন টেইলাস আগুনে পুড়ে যায়।
 
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান জানান, খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্তন আনতে সক্ষম হয়। শুক্রবার ঝড় হওয়ায় বিদ্যুৎ আসা যাওয়ার কারলে দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিস হওয়ায় অগ্নিকা-ের ঘটনা ঘটে।