ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসা ছাত্র মাহবুব হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সৈকতকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আসামিকে আটক করে র্যাব।
এ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ১৭ মে রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে বস্ত্রহীন অবস্থায় মাহবুবের লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে। নিহত মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন। গত ১৭ মে ২০২৪ ইং তারিখ মাহাবুব কয়েকজন ‘খারাপ' ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন। পরে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়। রাতে ১২টার দিকে তার ভাইকে বস্ত্রহীন মৃত অবস্থায় সেন্দী ধান ক্ষেতে পাওয়া যায়।
এঘটনায় আদালতে আসামিরা স্বীকার করে যে, তাস খেলা নিয়ে সেদিন রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই দ্বন্দ্বেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই আবু হানিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামি মোঃ সৈকত, মোঃ কাউছার এবং শামীমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে উক্ত রায় প্রদান করা হয়।