নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাওঁ উপজেলার সীমানায় মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন নিয়ে ২পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তবে গোলাগুলির ঘটনা অস্বীকার পুলিশ। এতে আহত হয়েছে ১০ জন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে আড়াইহাজারের কালাপাহাড়িয়ার বিএনপির কয়েকজন নেতা রাতের বেলায় মেঘনা নদীতে অবৈধ ভাবে ১০/১২ ট্রি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। ঘটনার দিন শুক্রবার রাতে আড়াইহাজার থেকে বালু কাটতে কাটতে সোনারগাঁয়ের চেঙ্গারকান্দী চলে যায়। এতে চেঙ্গারকান্দীর লোকজন উত্তেজিত হয়ে একটি বালুর বোট আটক করে। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারকের লোকজন তাদের ধাওয়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটনায় । এতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বালু নিয়ে সমস্যা হয়েছে শুনেছি। তবে গোলাগুলি হয়নি।
আহতরা হলেন- মোবারক, বিল্লাল হোসেন, জাকির হোসেন, আমির হোসেন, মতিউর রহমান,হামিদ, রুবেল, মেহেদীসহ ১০ জন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন বলেন, বালুর কোন ইজারা নেই। অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথিকে মোবাইল কোর্ট করার জন্য প্রেরণ করা হয়েছে।