বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা মোবারক হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা মোবারক হোসেন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাওঁ উপজেলার সীমানায় মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন নিয়ে ২পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এই সংবাদের এক অংশে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় এবং অনলাইনে  সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানান। 

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও কালাপাহাড়িয়া   ইউনিয়নের জনপ্রিয় নেতা  মোবারক হোসেন বলেন, আমি মেঘনা নদী থেকে বালু উত্তোলন করি নাই।  বালু  উত্তোলনের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। একটি মহল আমাকে জড়িয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ  পরিবেশন করিয়েছে। আমি সাংবাদিক ভাইদের সদস্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করছি। তাছাড়ও তিনি আরও বলেন, বালু উত্তোলনের ঘটনা ঘটেছে সোনারগাওঁ থানায়। আমাকে জড়ানো হয়েছে আমার সুনাম নস্ট করার জন্য ।