বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা গ্রামের প্রবাসী আলমগীর ও পাওয়ারলুম শ্রমিক  সাইফুল এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের নরেন্দী গ্রামের ব্যবসায়ী সুমনের   বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের ও একটি শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইল ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। 

অপর দিকে মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও গৃহকর্তারা জানান, মঙ্গলবার  রাত দেড়টার দিকে ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাত দল প্রথমে প্রবাসী আলমগীরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপা, ৩ টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে।

এরপর রাত ২ টায় একই গ্রামের পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতে হামলা চালায় ডাকাত দল। এ সময় ঘরের মেহমানসহ একটি শিশুকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্নালংকার ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুটে নেয় তারা। সাইফুল জানান, গরু বিক্রির  টাকা এবং আমার স্ত্রীর জমানো সব গুলো টাকা নিয়ে গেছে।

অপর একটি ডাকাতদল রাত ২টার দিকে নরেন্দী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়ীতে হানা দিয়ে নগদ ১৫ হাজার টাকা ও ২ ভরি স্বনার্লংকার নিয়ে যায়। 

অপরদিকে আড়াইহাজার থেকে ট্রাক ভর্তি ১৫ টন চিনির মধ্যে ছিনতাইকৃত ট্রাক ও ১৫৪ বস্তা চিনি আশুলিয়া থেকে উদ্ধার করেছে এসআই সায়েম ও এসআই মাজহারুল হকের নেতৃত্বে  আড়াইহাজার থানা পুলিশের একটি টিম। 

২২ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বান্টি ছনপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটলে মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাতে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ট্রাকসহ ছিনতাইকৃত চিনি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।  

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই ) সায়েম জানান, ২২ ডিসেম্বর রাত অনুমান ১২টায় ঝিনাইদহ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ফাহিমা  ই ট্রান্সপোর্ট এর ট্রাক যোগে ( গাড়ীর নম্বর ঝিনাইদহ ট—১১—১১৭২) মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ২টার দিকে ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বান্টি বাজার ও ছনপাড়ার মাঝামাঝি স্থানে এসে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। ডাকাত দল ট্রাক থামাতে চালককে বাধ্য করে এবং জোর পূর্বক চালক ও হেলপারকে ঘুমের ট্যাবলেট সেবন করিয়ে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে ৩০০ বস্তাভর্তি ১৫ টন ওজনের চিনি সহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। 

পরে পুলিশ মঙ্গলবার রাতে আশুলিয়া এলাকার সিএনবি, গৌরীপুর, আশুলিয়া, সাভার জংশন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৫৪ বস্তা চিনিসহ ছিনতাইকৃত ট্রাকটি জব্দ করেছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামীদের নাম প্রকাশ করেনি। 

এদিকে ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ডাকাতির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।