মানববন্ধন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাযদুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ফকিরাপুলের হোটেল ব্যবসাযী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়নে অংশ নেওয়া ও ঢাকার বাহিরের সন্ত্রাসী বাহিনী দিয়ে ঢাকায় অবস্থানরত আড়াইহাজারের ছাত্রদের উপর হামলার ইন্দন দাতা ঢাকা মহানগর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে হামলার শিকার ছাত্ররা ও তাদের এলাকাবাসী ।
শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলার নরসিংদী মদনপুর সড়কের আড়াইহাজার এলাকায় এই মানববন্ধন করা হয়। বক্তব্য রাখেন ইমন মিয়া, খোকন ভুইয়া, জাকির হোসেন, শিপন, জহিরুল ইসলাম জহিরও রাহাত হোসেন প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, ফিরোজ আলমের হামলায় আড়াইহাজারের অনেক শিক্ষার্থীকে আহত হয়ে হাসপতালে চিকিৎসা নিতে হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার পল্টন ও গুলশান থানায় মামলা রয়েছে। অভিলম্বে ফিরোজ আলমকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জানা যায়, ফিরোজ আলমের ইন্ধনে ঢাকায় ক্ষতিগ্রস্ত ছাত্ররা তাদের নিজ নিজ উপজেলায় মানববন্ধন করে আসছে।