প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী পিকআপ খাদে পড়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে একজন নিহত এবং ২ জন আহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জালাকান্দী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জুয়েল (৪৫) ও আবুল হোসেন (৪০ ) নামের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত রাজ্জাকের বাড়ি রূপগ্ঞ্জ উপজেলায় বলে জানা গেছে। সে পিকআপের যাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ দিয়ে রূপগঞ্জ থেকে ৩ জন লোক গরু বিক্রি করার জন্য বিশনন্দী গরুর হাটে যাচ্ছিল। ঘটনার সময় জালাকান্দী এলাকায় পৌছঁলে পথচারীকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রাজ্জাক (৪৮) নামে একজন নিহত এবং ২ জন আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে গেলে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হন। নিহতের লাশ হাসপাতালে রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।