শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে রমজানকে সামনে রেখে সড়ক দখলমুক্ত করতে অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে রমজানকে সামনে রেখে সড়ক দখলমুক্ত করতে অভিযান 

উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রমজানকে সামনে রেখে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।

এসময় অর্ধশতাধিক হকারদের সড়ক থেকে উচ্ছেদ করে অন্যত্র সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেন তারা।

অভিযানে আরও অংশগ্রহণ করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নঈম উদ্দিন, আড়াইহাজার থানা পুলিশ ও আনসার সদস্য। 

এছাড়াও অভিযানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মো লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ডালিম, আড়াইহাজার থানা জামায়াতে ইসলামীর আমীর সারদুল ইসলাম।