শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গাছ কাটার সময় চাপা পড়ে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে গাছ কাটার সময় চাপা পড়ে আহত ২

ফাইল ছবি

আড়াইহাজার -জাঙ্গালিয়া  সড়কের ফতেহপুর ইউনিয়নের  নৈকাহন  এলাকায় রাস্তার পাশের সরকারী গাছ কেটে নেওয়ার সময় গাছ পড়ে এক রিকসাচালকসহ দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অটো চালক রফিকুল ইসলামের  অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বৃহষ্পতিবার বিকাল পোনে ৪টায় এই ঘটনা ঘটে। রাস্তায় গাছ পড়ে প্রায় ১ ঘন্টা  যানবাহন চলাচল বন্ধ থাকে। আহত রফিকুল ইসলামের বাড়ী উপজেলা টোটারবাগ গ্রামে। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।   

জানা গেছে, উপজেলার  নৈকাহন  এলাকায় সড়কের দু পাশে অনেক সরকারী গাছ রয়েছে। স্থানীয়রা গাছ গুলো দীর্ঘদিন ধরে কেটে নিয়ে যাচ্ছে। ঘটনার সময় ওই এলাকার আবু বেপারীর ছেলে মোবারক সড়কের পাশের একটি মেহগনি গাছ প্রশাসনকে না জানিয়ে কেটে নিচ্ছিলেন। এই সময় সড়ক দিয়ে যাওয়ার পথে  একটি  ব্যাটারি  চালিত রিকসার উপর গাছটি পড়ে গিয়ে রিকসা চালক এবং রিকসার এক যাত্রী  আহত হন। এ সময় ঘটনাস্থলের দু পাশে শত শত গাড়ী আটকা পড়ে প্রায়  ১ ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। 

পরে থানা  পুলিশ ঘটনাস্থলে  গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। অভিযুক্ত মোবারক ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আমার জানামতে গাছটি তার ব্যাক্তিগত। তারপরও সে দিনে বেলায় কাজ কেটে অপরাধ করেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। 

আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন  বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।